ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মে ২৩, ২০১২
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪

ঢাকা: পাকিস্তানের উপজাতীয় পার্বত্য এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান সীমান্তের নিকটবর্তী পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকায় এই হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

নিহতদের সবাই তালেবান যোদ্ধা বলে দাবি করেছে তারা।
 
গত মার্চের পর থেকে পাকিস্তানের মাটিতে এটি যুক্তরাষ্ট্রের পরিচালিত তৃতীয় ড্রোন হামলা। গত মার্চে পাকিস্তানের পার্লামেন্টে ড্রোন হামলা বন্ধের দাবি ওঠে। সে সময় পার্লামেন্ট সদস্যরা ড্রোন হামলা বন্ধে কার্য্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানায়। এর পর থেকেই ড্রোন হামলা কমে এসেছিলো দেশটিতে।

ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেসামরিক লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে পাকিস্তান বলছে এর ফলে তালেবান যোদ্ধারা স্থানীয় জনগণের সহানুভূতি লাভ করতে সমর্থ হচ্ছে। তবে ওয়াশিংটন পাকিস্তানের আপত্তির প্রেক্ষিতে ড্রোন হামলা কমিয়ে দিলেও একেবারেই এই হামলা বন্ধের দাবিকে প্রত্যাখ্যান করেছে।

কর্তৃপক্ষ জানায়,বুধবার সকালে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরান শাহের নিকটবর্তী একটি বাড়িতে ড্রোন থেকে নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার হিসাবে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের উপজাতীয় এলাকায় গত ২০০৯ সালে ৪৫ টি ড্রোন হামলা পরিচালিত হয়। ২০১০এ এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০১ টিতে এবং এর ধারাবাহিকতায় ২০১১তে মোট ৬৪টি হামলা চালানো হয়।

এসব হামলায় আল কায়েদা ও তালেবানদের শীর্ষ নের্তৃবৃন্দ নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসলেও বেশির ভাগ ক্ষেত্রেই হতাহতরা নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।

পাকিস্তানি কর্তৃপক্ষ ধারাবাহিক ভাবে ড্রোন হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে বলে দাবি করছে তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক মহলের ইশারা ছাড়া পাকিস্তানের মাটিতে এ ধরণের হামলা যুক্তরাষ্ট্রের পক্ষে পরিচালনা করা সম্ভব হতো না। এসব হামলার পেছনে তাদের মৌন সম্মতি আছে বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।