ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৩ লেবাননি শিয়া অপহৃত সিরিয়ায় : উত্তেজনা লেবাননে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মে ২৩, ২০১২
১৩ লেবাননি শিয়া অপহৃত সিরিয়ায় : উত্তেজনা লেবাননে

ঢাকা: সিরিয়ার রাজনৈতিক সহিংসতা এবার লেবাননে সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরিয়ার আলেপ্পো শহরের কাছাকাছি এলাকা থেকে লেবাননের নাগরিক ১৩ শিয়া পূণ্যার্থীকে অপহরণের ঘটনায় নতুন করে অস্থিরত‍া শুরু হয়েছে লেবাননে।

লেবাননের এই নাগরিকরা ইরানের পবিত্র স্থানগুলি পরিদর্শন শেষে সিরিয়া হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় ইরান থেকে সিরিয়া হয়ে লেবানন ফেরার পথে সিরীয় শহর আলেপ্পোতে কিছু সশস্ত্র লোক লেবাননি পূণ্যার্থীবহনকারী বাসটিকে অস্ত্রের মুখে আটক করে। এসময় বাসের আরোহী নারীদের ছেড়ে দেওয়া হলেও পুরুষ সদস্যদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে সিরীয় কর্তৃপক্ষ।   অপহৃতদের মুক্তির বিনিময়ে আলেপ্পোতে সিরীয় বাহিনীর হাতে আটক নিজেদের সদস্যদের মুক্তি দাবি করেছে ফ্রি সিরিয়ান আর্মি।

এদিকে অপহরণের সংবাদ ছড়িয়ে পরার পর সহিংস পরিস্থিতি সৃষ্টি হয় লেবাননে। বিক্ষুব্ধরা রাস্তায় নেমে এসে টায়ার জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে।   তবে লেবাননের সবচেয়ে প্রভাবশালী শিয়া গ্রুপ হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জান‍ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানে এখনও উত্তেজন‍া বিরাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।