ঢাকা: দু’দিন আগে ডলারের বিপরীতে মূল্য পতনে রেকর্ড গড়ার পর বুধবার আবারো দম পড়েছে রুপির। ভারতীয় মুদ্রা রুপির এ ধারাবাহিক মূল্য পতনের সঙ্গে পাল্লা দিয়ে শেয়ার বাজারও এখন নিম্নমুখী।
বুধবার মুদ্রাবাজার খোলার পরে ডলার প্রতি রুপির দাম দাঁড়ায় ৫৫ দশমিক ৯৯৫ রুপি। এর আগের দিন মঙ্গলবার ডলার প্রতি রুপির বিনিময় হার ৫৫ রুপি ৩৯ পয়সায় উঠে মূল্যপতনে নতুন রেকর্ড হয়। এ নিয়ে ষষ্ঠ দিনের মতো রুপির ধারাবাহিক মূল্য পতন অব্যাহত রয়েছে।
এদিকে বুধবার ভারতের প্রধান পুঁজিবাজার সেনসেক্স ১৬ হাজার পয়েন্টের নিচে গিয়ে শেষ হয়েছে। ২০০৯ সালের জানুয়ারির পর সেনসেক্সের সর্বোচ্চ পতন এটি। এদিন সেনসেক্স সূচক ৭৮.৩১ পড়ে গিয়ে দাঁড়ায় ১৫ হাজার ৯শ’ ৪৮ এ। গত মঙ্গলবারই সূচক ১১৭ পয়েন্ট পড়ে গিয়ে ১৬ হাজারের নিচে নেমে যায়।
ডলারের বিপরীতে রুপির দাম পড়ে যাওয়ায় ভারতে তেলের দাম ফের বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে চলমান আর্থিক মন্দা ও ইউরোজোন সঙ্কটকে ভারতীয় রুপির দাম পড়ে যাওয়ার জন্য দায়ী বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংক এখনো সরাসরি হস্তক্ষেপ করেনি। তবে তাদের নির্দেশে মঙ্গলবার বাজারে ডলার বিক্রি করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙক।
এ ব্যাপারে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, “রুপির অত্যধিক ওঠা-পড়া নিয়ন্ত্রণ করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। যখন প্রয়োজন হবে, তখনই রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করবে। ” তবে মুদ্রার দাম বাজারের ওপর নির্ভরশীল। আর, বাজার সব সময়ই অনিশ্চিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর