ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের এলাহাবাদে বিস্ফোরণ: শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মে ২৩, ২০১২
ভারতের এলাহাবাদে বিস্ফোরণ: শিশুসহ নিহত ৬

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরে বুধবার এক বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। শহরের কারেলি এলাকায় স্থানীয় সময় বিকাল চারটার দিকে সংঘটিত এ বিস্ফোরণে নিহতদের মধ্যে ৪জনই শিশু বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নিহত অপর ২জন নারী বলে জানা গেছে। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বিস্ফোরণের পরপরই সমস্ত এলাহাবাদ জুড়ে রেড এলার্ট বা সর্বোচ্চ সর্তকতাবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এখনও বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কর্তৃপক্ষ তেমন কিছু জান‍াতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি বোমা বিস্ফোরণ।

প্রত্যক্ষদর্শীরা জানায় কারেলি এলাকায় একটি বস্তির নিকটবর্তী আবর্জনার স্তুপে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই শিশু । বিস্ফোরণের সময় হতাহতরা আবর্জনা সংগ্রহ করছিলো বলে জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।