ঢাকা: ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরে বুধবার এক বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। শহরের কারেলি এলাকায় স্থানীয় সময় বিকাল চারটার দিকে সংঘটিত এ বিস্ফোরণে নিহতদের মধ্যে ৪জনই শিশু বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এদিকে বিস্ফোরণের পরপরই সমস্ত এলাহাবাদ জুড়ে রেড এলার্ট বা সর্বোচ্চ সর্তকতাবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এখনও বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কর্তৃপক্ষ তেমন কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি বোমা বিস্ফোরণ।
প্রত্যক্ষদর্শীরা জানায় কারেলি এলাকায় একটি বস্তির নিকটবর্তী আবর্জনার স্তুপে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই শিশু । বিস্ফোরণের সময় হতাহতরা আবর্জনা সংগ্রহ করছিলো বলে জানায় তারা।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর