ঢাকা: বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিয়ানমারের প্রধান প্রধান শহরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির নাগরিকরা।
রোববার শুরু হওয়া এই বিক্ষোভের ধারাবাহিকতায় মঙ্গলবার দেশটির সবচেয়ে বড় শহর রেঙ্গুনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
৬ কোটি অধিবাসী অধ্যুষিত মিয়ানমারের ৭৫ শতাংশ বাসিন্দাই নিয়মিত বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক হিসাবে জানা যায়। দেশের অন্যান্য এলাকার মতো অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ রেঙ্গুনেরও একটি নিত্ত নৈমত্তিক ঘটনা।
রেঙ্গুনের আলোচিত সুল প্যাগোডায় মঙ্গলবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাস্থায়ী শান্তিপূর্ণ এই বিক্ষোভে প্রতিবাদকারীরা মোমবাতি নিয়ে বিক্ষোভ দেখায় বলে জানায় সংবাদমাধ্যম।
রেঙ্গুনের বাইরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে প্রায় এক হাজার বিক্ষোভকারী তৃতীয় দিনের মতো বিদ্যুৎ সরবরাহে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়। বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদকারী চো চো মাইন্ট জানান, অনেক সময় টানা দু’দিন ধরেও বিদ্যুৎ থাকে না। ফলে বিশুদ্ধ খাবার পানি পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য।
মান্দালয়ে রোববার রাতে শুরু হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেশটির বাণিজ্যিক রাজধানী রেঙ্গুনে শেষ হয় মঙ্গলবার। ফেসবুকের মাধ্যমে এই বিক্ষোভ সংগঠিত করা হয় বলে জানায় আয়োজকরা।
বিক্ষোভের সময় কাউকে গ্রেফতার করা হয়নি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম। তবে পুলিশ এ সময় ৫০ জন প্রতিবাদকারীকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ তাদেরকে বিক্ষোভের কারণ, উদ্দেশ্য এবং এর সংগঠকদের সম্পর্কে প্রশ্ন করে বলে জানায় বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা,মে ২৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর