ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২৭ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, মে ২৪, ২০১২
২৭ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

ঢাকা: পার্সোনাল কম্পিউটার প্রস্তুতকারী বিশ্বের বৃহত্তম কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) ২০১৪ সালের মধ্যে ২৭ হাজার কর্মী ছাটাই করবে বলে ঘোষণা দিয়েছে।

এইচপি এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যমান কর্মী বাহিনীর ৮ শতাংশ ছাটাই করবে তারা।

এতে তাদের খরচ বাঁচবে সাড়ে তিনশ’ কোটি ডলার। এ অর্থ কোম্পানিতে বিনিয়োগ করা হবে।

অ্যাপলের আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার পর এইচপির পারসোনাল কম্পিউটারের বাজারে ধস নামে। আর একারণে মুনাফা কমে যাওয়ায় কোম্পানিটি এখন তাদের বাণিজ্যে নতুন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।

এর অংশ হিসেবে এইচপির অটোনমি বিভাগের প্রধান ‍মাইক লিঞ্চকে সরিয়ে বিল ভেগতেকে প্রধান স্ট্র্যাটেজি অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে হিউলেট প্যাকার্ড।

লিঞ্চ সফটওয়্যার কোম্পানি অটোনমির প্রতিষ্ঠাতা। প্রথমে ছোট আকারে শুরু করলেও এটি এখন ব্রিটেনের সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানি।

গত বছরে এক হাজার কোটি ডলারে অটোনমি কিনে নিয়েছে এইচপি।

বিশ্বজুড়ে এইচপির বিভিন্ন শাখায় মোট কর্মী রয়েছে তিন লাখ ৫০ হাজার। ব্রিটেনে রয়েছে ২০ হাজার। তবে কোন অঞ্চলে বেশি পরিমাণ কর্মী ছাটাই হবে সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

তবে এইচপির এই কর্মী ছাটাইয়ের খবরে অনেকে আশাহত হয়েছে। কারণ বুধবার কোম্পানির রিপোর্টে দেখা যাচ্ছে, কোম্পানি যে মুনাফা করেছে এবং মোট আয় হয়েছে তা বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি।

তবে ব্যবসায় মন্দা কাটেনি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এ কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমে গেছে ৩১ শতাংশ। আর আয় কমেছে ৩ শতাংশ।

অন্য দিকে পুঁজিবাজারেও এইচপির শেয়ারের ‍অবস্থা ভাল না। বুধবার এর শেয়ারের দাম ৫ শতাংশ পর্যন্ত নেমে যায় এবং দিন শেষে দাম পড়ে যায় ৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর ‍আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।