ঢাকা: অনুনমোদিত বিক্ষোভ প্রতিবাদে অংশ নিলে বড় অঙ্কের অর্থ জরিমানা করার প্রস্তাবে একটি বিল গত মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে। বিতর্কিত এ খসড়া আইন অনুযায়ী এখন থেকে অনুনমোদিত বিক্ষোভে অংশ গ্রহণকারী বা আয়োজককে আগের প্রায় দুইশ’ গুণ বেশি জরিমানা করা হবে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মস্কোতে একাধিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। পুতিনের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একাধিকবার সংঘর্ষও হয়েছে। অনেকে আটকও হয়েছে।
মঙ্গলবার এই খসড়া বিলটি নিয়ে শুনানির প্রতিবাদেও দুমার সামনে বিক্ষোভ হয়েছে। এসময় ছয়জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
এই খসড়া বিল অনুয়ায়ী, বেআইনি বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ সমাবেশে অংশ নিলে জরিমানার পরিমাণ বর্তমান পাঁচ হাজার রুবল থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৯ লাখ রুবল (২৯ হাজার ডলার) করার প্রস্তাব করা হয়েছে।
তবে বিরোধীদের আপত্তি এবং জনগণের চাপে দ্বিতীয় শুনানিতে জরিমানার অর্থ তিন লাখ রুবলে নামিয়ে আনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
আর প্রতিবাদ সমাবেশের আয়োজকার যারা বিক্ষোভের সময় রাষ্ট্রীয় আইন অনুসরণে ব্যর্থ হবেন তাদের জরিমানা ৫০ হাজার রুবল থেকে বাড়িয়ে ১৫ লাখ রুবল করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় শুনানিতেও এ জরিমানা কমানোর কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
এ খসড়া বিলের যৌক্তিকতা উল্লেখ করতে গিয়ে রাশিয়ার পার্লামেন্টারি স্বার্থ বিষয়ক বিভাগের প্রধান আন্দ্রেই ভরোবয়োভ বলেন, ‘এই খসড়া বিলের উদ্দেশ্য খুব সাধারণ- আইনশৃঙ্খলা রক্ষা এবং বিশৃঙ্খল অথবা গুণ্ডামি মস্তানি এবং চরমপন্থি কর্মকাণ্ডের ব্যাপারে কেউ তাদের দায়িত্ব যাতে এড়াতে না পারে। সে জন্যই এ আইন। ’
তবে বিরোধী দল অ্যা জাস্ট রাশিয়া পার্টির নেতা সেরগেই মিরনোভ এ বিলের বিরোধিতা করে সংসদে বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখতেই এ আইন করা হচ্ছে। ’
তবে বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হওয়ার আগে আরো দু’বার শুনানি হতে হবে। যদি পরবর্তী দুই শুনানিতে অনুমোদন পায় তাহলে আশা করা হচ্ছে আগামী জুলাইয়ে এটি আইনে পরিণত হবে।
বিক্ষোভ দমনে এ নতুন খসড়া বিলটি প্রস্তাব করেছে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রতিনিধিরা। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কমিউনিস্টস, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এবং অ্যা জাস্ট রাশিয়া পার্টির মতো তিনটি বিরোধী দলের আপত্তি সত্ত্বেও এ বিল আইনে পরিণত হবে এমনি আত্মবিশ্বাস দেখিয়েছে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা।
অনুমোদন ছাড়া বিক্ষোভ প্রতিবাদ করার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান অন্যান্য দেশেও আছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ইউরোপের আরো কয়েকটি দেশে নির্দিষ্ট অঙ্কের জরিমানা করার আইন রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর