ঢাকা: গত বছর ২৬ নভেম্বর পাকিস্তানের সীমান্ত এলাকায় ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র।
২৬ নভেম্বরের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টোর এমন দাবির দু’দিনের মাথায় বৃহস্পতিবার হোয়াইট হাউজ তা খারিজ করে দিল।
বিলওয়ালের দাবির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রডস বলেছেন, ‘যেটা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত- এছাড়া এ ব্যাপারে আর বেশি কিছু পাকিস্তানকে আমাদের বলার নেই। আমরা ঘটনার পূর্ণ তদন্ত করেছি এবং তদন্তের ফলাফল পাকিস্তানকে জানিয়েছি। ’
এদিন পাকিস্তানের প্রেস সেন্টারে দেওয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করছি, পাকিস্তানে যা ঘটে গেছে তার পুনরাবৃত্তি হবে না। ’
শিকাগোতে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অথবা পাক-মার্কিন দ্বিপাক্ষীক বৈঠক না হওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ন্যাটো সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকের কোন সুযোগই ছিল না। কারণ এটি অত্যন্ত ব্যস্ত একটি সম্মেলন ছিল। তবে সম্মেলন শেষে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা খুব অল্প সময়ের জন্য কথা বলার সুযোগ পেয়েছেন। ’
এ সময় প্রেসিডেন্ট ওবামা আবার দু’দেশের এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে জানিয়েছেন রডস। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনাসহ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কীভাবে একসাথে কাজ করতে পারে সেটাও আমাদের বিবেচনায় রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘন্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর