ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসকে ইউরোজোন থেকে বাদ দিতে চায় না ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, মে ২৪, ২০১২
গ্রিসকে ইউরোজোন থেকে বাদ দিতে চায় না ইইউ

ঢাকা: ‍ঋণ সঙ্কট থেকে রাজনৈতিক সঙ্কটের মধ্যে পতিত গ্রিসকে এখনো ইউরোজোনে রাখতে চান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভেন রম্পুই এ কথা জানিয়েছেন।

তবে এর জন্য গ্রিসকে তার প্রতিশ্রুতির দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রম্পুই। সম্মেলনে ইউরোজোনে ঋন সঙ্কট মোকাবেলায় কৌশল নির্ধারণের ব্যাপারে ফ্রান্স এবং জার্মানির দৃষ্টিভঙ্গিতে ব্যবধান স্পষ্টতর হওয়ার প্রেক্ষিতে এ কথা জানালেন তিনি।

শুধু অর্থনীতি পুনরুদ্ধার নীতি নিয়ে একমত হতে না পেরে একটি জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছে গ্রিস। শেষ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যারা আগামী ১৭ জুন দেশে পুনর্নির্বাচন অনুষ্ঠান করবে। এর প্রেক্ষিতে ইউরোজোন থেকে গ্রিস বাদ পড়ে যাওয়ার আশঙ্কা আরো প্রবল হচ্ছে।

গত পাঁচ বছর ধরে গ্রিসে চরম অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। পাশাপাশি দেশটিতে ঋণের বোঝা, বেকারত্ব এবং শ্রমবাজারে অস্থিরতা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না।

এ অবস্থায় গ্রিস ইউরোজোন থেকে বাদ পড়ে গেলে একক মুদ্রা ইউরোর অন্তর্ভূক্ত দেশগুলোর ব্যাংকিংখাতে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা; জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।