ঢাকা: ক্যালসিয়াম ট্যাবলেটে সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই এ ধরনে ট্যাবলেট সেবনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিৎ।
জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষকরা ২৩ হাজার ৯শ’ ৮০ জনকে ১০ বছর ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন, ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করে না এমন লোকদের তুলনায় এ ট্যাবলেট সেবনকারীদের ৮৬ শতাংশই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে।
ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করলে ধারাবাহিক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকে। তাই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
তবে দ্য হেলথ সাপ্লিমেন্টস ইনফরমেশন সার্ভিসের ড. ক্যারি রুক্সটন এ ব্যাপারে কিছুটা আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অস্টিওপোরেসিস (ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের রোগ) নারীদের ক্ষেত্রে একটি গুরুতর সমস্যা। তাই দু’একটা গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে চিকিৎসকরা ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহারে রোগীদের নিরুৎসাহিত করতে পারেন না। ’
ক্যালসিয়াম ট্যাবলেট সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। কিন্তু এর অর্থ এ নয় যে এ টেবলেট হার্ট অ্যাটাকের জন্য দায়ী- এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন চিকিৎসক।
তবে যেহেতু ক্যালসিয়াম ট্যাবলেটের ব্যবহারে নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সেহেতু এর ব্যবহার উৎসাহিত না করাই ভাল। এক্ষেত্রে ক্যালসিয়ামের চাহিদা পূরণে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাই উত্তম বলে মত দিয়েছেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ডের গবেষকরা।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর