ঢাকা : হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করলেন বিজ্ঞানীরা। ইউরোপের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা গবেষণাগারে রোগীর নিজস্ব ত্বকের কোষকে হৃৎপিণ্ডের পেশীকোষে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।
এ উদ্ভাবনের ফলে বিজ্ঞানীরা আশা করছেন, এ স্টেম সেল চিকিৎসা হার্ট ফেইলরের কোনো রোগীর চিকিৎসায় ভাল কাজ দেবে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ইউরোপিয়ান হার্টে বিজ্ঞানীরা বলেছেন, রোগীর শরীর থেকে কোষ নিয়ে প্রতিস্থাপনের কারণে আর আগের টিস্যু রিজেকশনের (টিস্যু বাতিল হয়ে যাওয়া) সমস্যা থাকবে না।
অবশ্য এ ধরনের পরীক্ষা আগে প্রাণীর শরীরে করা হয়েছিল। পরীক্ষাটি সফলও হয়েছিল কিন্তু ওই পরীক্ষামূলক চিকিৎসা গত কয়েক বছরে মানুষের শরীরে কখনো করা হয়নি।
প্রসঙ্গত, বর্তমান চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ধরনের হৃদরোগ, ডায়াবেটিস, পারকিনসনস এবং অ্যালঝেইমারের মতো সমস্যার ক্ষেত্রে স্টেম সেলের ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে। আর এ ধরনে চিকিৎসায় সফলতাও উল্লেখযোগ্য।
শরীরের স্টেম সেল খুবই গুরুত্বপূর্ণ একটি টিস্যু কারণ একে প্রয়োজন মতো ভিন্ন কোষে রূপান্তর করা যায়। এ ফ্লেক্সিবিলিটির কারণেই ক্ষতিগ্রস্ত অঙ্গ সারানো বা পুনরোৎপাদনের কৌশল উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর