ঢাকা: গত এপ্রিলে জাপানে ভোক্তামুল্য বেড়েছে। আর এর পেছনে কারণ হিসেবে তেলের মূল্য বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।
এছাড়া জাপানের কেন্দ্রীয় ব্যাংক যে প্রবৃদ্ধি নির্ধারণ করেছিল তাও অর্জিত হয়নি বলে জানা গেছে।
গত বছরের তুলনায় জাপানে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় ভোক্তামূল্য বেড়েছে ০.২ শতাংশ।
২০১১ সালের মার্চে জাপানে ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ায় দেশটিতে তেলের দাম বেড়েছে।
অবশ্য জ্বালানি এবং খাদ্যের মূল্য বৃদ্ধি বাদ দিলে জাপানে পণ্যমূল্য হ্রাসের সমস্যা এখনো রয়েই গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর