ঢাকা: পুরুষের জন্য আরো কার্যকর জন্মনিরোধক পদ্ধতি উদ্ভাবনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিপ্রোডাকটিভ হেলথের গবেষকরা পুরুষের বন্ধ্যত্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে এমন একটা সম্ভাবনা খুঁজে পেয়েছেন।
তারা এমন একটি জিন আবিষ্কার করেছেন যা সুস্থ্য শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জিনটির নাম দিয়েছেন কাটনাল।
গবেষণাটি করা হয়েছে ইঁদুরের শরীরে। দেখা গেছে শুক্রাণু উৎপাদনের চূড়ান্ত ধাপে এটির ভূমিকা অপরিহার্য।
গবেষকরা বলছেন, এখন এই কাটনাল জিনের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সক্ষম কোনো ওষুধ বা পদ্ধতি উদ্ভাবন করতে পারলেই হলো। তাহলেই তা হবে উত্তম জন্মনিরোধক।
বিজ্ঞানীরা আশা করছেন, জন্মনিরোধক কোনো হরমোনের ব্যবহার ছাড়াই একদিন শুক্রাণু উৎপাদন বন্ধ করা সম্ভব হবে। এ জিনের আবিষ্কার সে সম্ভাবনারই দ্বার উন্মোচন করল।
উল্লেখ্য, পুরুষের ক্ষেত্রে জন্মনিরোধক হিসেবে সাধারণত কনডোম অথবা ভেসিকটোমি পদ্ধতি ব্যবহার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর