ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের জাহাজডুবির ঘটনায় ২ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, মে ২৫, ২০১২
নিউজিল্যান্ডের জাহাজডুবির ঘটনায় ২ জনের কারাদণ্ড

ঢাকা: নিউজিল্যান্ডের উপকূলে সংঘটিত গত বছরের আলোচিত জাহাজডুবির ঘটনায় জাহাজটির দুই কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফিলিপিনো বংশোদ্ভুত জাহাজটির দুই কর্মকর্তার প্রত্যেককে সাত মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



জাহাজটির ক্যাপটেন মাউরো বালোমোগা এবং নেভিগেশন অফিসার লিওনিল রেলনকে জাহাজটির ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগে এবং দুর্ঘটনার পর জাহাজের নথিপত্র সরানোর অভিযোগে অভিযুক্ত করা হয়।

লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এম ভি রেনা গত ২০১১ সালের ৫ অক্টোবর নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উপকূলের কাছাকাছি একটি ডুবো পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এসময় জাহাজটির কয়েকশ টন তেল সাগরে নি:সরিত হয়। ফলে ওই এলাকার সাগর ও উপকূলের পরিবেশ ব্যাপকভাবে দুষিত হয়।

দূষণের ফলে ওই এলাকার হাজার হাজার সামুদ্রিক পাখি মারা যায়। এছাড়াও ওই এলাকার জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি সাধিত হয় বলে জানায় নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ আদালতের এই রায়কে অভিনন্দন জানিয়েছে। দুর্ঘটনার দায়দায়িত্ব জাহাজের কর্মকর্তাদের ওপরই বর্তায় বলে উল্লেখ করে তারা।

জাহাজটির মালিক পক্ষ গ্রিক শিপিং জায়ান্ট কোস্টামেয়ারের সহযোগী প্রতিষ্ঠান ডায়না শিপিংকেও এই ঘটনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর উপকূল থেকে তেল সরাতে ১৩ কোটি ডলার খরচ হয় বলে দাবি করে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।