ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক সফরে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মে ২৫, ২০১২
আফগানিস্তানে আকস্মিক সফরে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ

ঢাকা: ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ চলতি বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা প্রত্যাহারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে গত সপ্তাহে শপথ নেওয়ার পর অনেকটা আকস্মিক সফরে তিনি শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।

সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

ন্যাটো বাহিনীর অংশ হিসেবে সামরিক অভিযানে নিয়োজিত ২ হাজার ফরাসি সেনাকে ২০১২ সালের মধ্যেই আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে বলে এ সময় উল্লেখ করেন তিনি। অ-সামরিক কাজে নিয়োজিত বাকি ১৩’শ ফরাসি সেনাকেও দ্রুত ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন,‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং তালেবানদের নির্মূল করার মিশন সফলতার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। ’

এদিকে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ন্যাটোর চূড়ান্ত করা সময়সীমার আগেই ফরাসি সেনা প্রত্যাহারের ওলাঁদের সিদ্ধান্ত ইতিমধ্যেই পশ্চিমা মহলে সমালোচিত হচ্ছে। তবে ওলাঁদ এ প্রসঙ্গে বলেন, ন্যাটোর সহযোগীরা এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে তার অবস্থানকে উপলব্ধি করতে পারবেন।

কাবুলে ওলাঁদ তার সংক্ষিপ্ত সফরের বেশ কিছুটা সময় সেখানে মোতায়েনকৃত ফরাসি সেনাদের সঙ্গে কাটান। নির্বাচনের আগে ওলাঁদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে দ্রুততম সময়ের মধ্যেই তিনি আফগানিস্তান থেকে সেনাবাহিনীকে ফিরিয়ে আনবেন।

বর্তমানে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের মধ্যে ফরাসি সেনাদের অংশগ্রহণ পঞ্চম বৃহত্তম। বর্তমানে প্রায় ৩ হাজার ৩শ সেনা দেশটিতে কর্মরত আছে। ২০০১ সালে সেনা মোতায়েনের পর থেকে বিভিন্ন সময় ৮৩ জন ফরাসি সেনা নিহত হয়েছে আফগানিস্তানে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।