ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ার গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি এইউ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, মে ২৫, ২০১২
সোমালিয়ার গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি এইউ বাহিনীর

ঢাকা: সোমালিয়ার সরকারবিরোধী আল শাবাব যোদ্ধাদের থেকে একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটিতে নিয়োজিত আফ্রিকান ইউনিয়ন(এইউ)বাহিনী। সোমালিয়ার আল শাবাব বিরোধী অভিযানে দেশটির সরকারকে সহায়তা করার জন্য মোতায়েন আফ্রিকান ইউনিয়ন বাহিনীর মুখপাত্র শুক্রবার জানিয়েছেন তাদের বাহিনী আল শাবাব যোদ্ধাদের হটিয়ে দিয়ে রাজধানীর মোগাদিসুর নিকটবর্তী গুরুত্বপূর্ণ শহর আফগোয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।



আফগোয়ে শহরটিকে আল শাবাব যোদ্ধাদের শক্তঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। আফ্রিকান ইউনিয়ন বাহিনীর মুখপাত্র লেফটান্যান্ট কর্নেল প্যাডি আনকুন্ডা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই শহর দখল করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে স্থানীয় অধিবাসীরা এইউ বাহিনীর এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিবিসিকে জানিয়েছেন, কোনো সরকারি সেনা এখনও আফগোয়েতে প্রবেশ করতে পারেনি। তবে এইউ বাহিনী ট্যাংক নিয়ে শহরের চারপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তারা।

বিশ্লেষকদের মতে শহরটির নিয়ন্ত্রণ হারানো আল শাবাবের জন্য একটি বড় ধাক্কা। তবে শহরের নিয়ন্ত্রণ হারালেও আল শাবাব যোদ্ধারা নিকটবর্তী গ্রামীণ এলাকা এবং আশপাশেল জঙ্গল ও কৃষিভুমিতে তাদের নিয়ন্ত্রন বজায় রাখতে এখনও সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

আফগোয়ে শহরটি মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। কৌশলগতভাবে শহরটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে আল শাবাব সোমালিয়ায় বেশ কয়েকটি এলাকা থেকে পিছু হটতে বাধ্য হলেও তারা দেশটির অধিকাংশ এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে।

সোমালিয়ার সরকারি সেনা এবং আফ্রিকান ইউনিয়ন বাহিনী যৌথভাবে শহরটি দখলের উদ্দেশ্যে গত মঙ্গলবার থেকে অভিযান শুরু করে।   সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইতিমধ্যেই জনগণ শহরটি থেকে পালাতে শুরু করেছে বলে জানা গেছে। তবে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে শহরটির ভেতর এখনও আল শাবাব যোদ্ধারা অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।