ঢাকা: সম্প্রতি সিরিয়ায় অপহরণের শিকার হওয়া লেবাননি নাগরিকরা মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের প্রধানমন্ত্রী। শিয়া সম্প্রদায়ভূক্ত এই লেবাননি নাগরিকরা ইরানের বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন শেষে সিরিয়ার ভেতর দিয়ে লেবাননে ফেরার সময় অপহরণের শিকার হয়েছিলেন।
অপহৃতদের মুক্তির সত্যতা নিশ্চিত করে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শুক্রবার জানিয়েছেন, অপহৃত ১১ ব্যক্তি অক্ষত অবস্থায় ছাড়া পেয়েছেন এবং তারা বর্তমানে লেবাননের পথে।
এই শিয়া পূণ্যার্থীদের সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে আটক বিদ্রোহী সিরীয় যোদ্ধাদের মুক্তির বিনিময় মূল্য হিসেবে আটক করা হয়েছিলো বলে এর আগে ধারণা করা হয়েছিলো। তবে সিরীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি এই অপহরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। এই অপহরণকে ঘিরে ইতিমধ্যেই লেবাননে জাতিগত উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছে।
কোন পক্ষ এই মুক্তির মধ্যস্থতাকারী তা নিশ্চিত করেনি লেবাননি কর্তৃপক্ষ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর বুধবার জানিয়েছিলেন, সিরিয়ার সশস্ত্র সরকারবিরোধী বিদ্রোহীদের একটি অংশ এ অপহরণের সঙ্গে জড়িত।
পূর্ন্যার্থীদের রোববার সিরীয় শহর আলেপ্পোর কাছাকাছি এলাকা থেকে অপহরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর