ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, মে ২৫, ২০১২
তুরস্কে বোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা: তুরস্কে একটি পুলিস স্টেশনের বাইরে চালানো গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। তুরস্কের মধ্যাঞ্চলে সংঘটিত এ বিস্ফোরণে আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।



স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে শুক্রবারের ওই হামলার সময় ২ হামলাকারীও নিহত হয়। তুরস্কের মধ্যাঞ্চলীয় কায়সারি প্রদেশের পিনারবাসি শহরের একটি পুলিস স্টেশনে এই হামলা সংঘটিত হয়।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইদরিস নাইম শাহীন জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে অধিকাংশই শিশু ও পুলিশ সদস্য। এ হামলার জন্য তিনি কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকেকে দায়ী করেন।

স্থানীয় হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনও কেউ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে তুরস্কের বিদ্রোহী সংগঠন পিকেকে এই হামলার সঙ্গে জড়িত।

তুরস্ক পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার জন্য পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। সংঘাতে এখন পর্যন্ত ৪৫ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।