ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরো এগিয়েছে: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মে ২৬, ২০১২
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরো এগিয়েছে: আইএইএ

ঢাকা : জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এবং অবরোধের মুখেও পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা জানতে পেরেছেন, ফরদো পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম ২৭ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে ইরান।



জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি শনিবার এ কথা জানিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে তেহরানের বৈঠক শুরুর একদিন পরেই আইএইএ’র এমন প্রতিবেদন প্রকাশ পেল। বাগদাদে অনুষ্ঠিত এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী বৈঠক মস্কোতে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

তবে আইএইএ’র এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইরান বলেছে, ফরদো পরমাণু কেন্দ্রে শুধু বেসামরিক কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। সেখানকার সেন্ট্রিফিউজে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব। তবে সর্বশেষ রিডিংটা দুর্ঘটনাবশত ভুল আসতে পারে বলে দাবি করছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান ২৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে তারা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম উৎপাদনের কাছাকাছি পৌঁছে গেছে বলা যায়।

প্রসঙ্গত, পরমাণু অস্ত্রের উচ্চাভিলাষ নিয়ে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর আগে আইএইএ’র একটি প্রতিবেদনের ভিত্তিতে তেহরানকে এ কর্মসূচি থেকে বিরত থাকতে বাধ্য করার উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে অবরোধ আরো কঠোর করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

অবশ্য ইরানের পরমানু অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নিয়েও অনেকের সন্দেহ আছে। তাদের সেন্ট্রিফিউজগুলো এ পর্যন্ত সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে জানা যায়। কিন্তু পরমাণু অস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।