ঢাকা : ‘বিপ্লবের মর্যাদা’ রক্ষার জন্য মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে আসন্ন দ্বিতীয় দফার প্রাক্কালে অন্য দলগুলোকে তাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে মুসলিম ব্রাদারহুড।
স্পষ্টত দ্বিতীয় দফার দিকেই যাচ্ছে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন।
আংশিক ফলাফল দেখে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত হোসনি মোবারক সরকারের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক আগামী মাসে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে মুসলিম ব্রাদাহুডের একজন মুখপাত্র বলেছেন, শফিক যদি বিজয়ী হন তাহলে মিশর বিপদে পড়বে। তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ঠেকাতেই তারা অন্য প্রার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করার চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছেন তিনি।
কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ব্রাদারহুড প্রার্থী মুরসি শনিবার ইতোমধ্যে অন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং দলের নেতাদের আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে ভোট গণনার শুরুতে জানা গিয়েছিল, আহমেদ শফিক ২৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছেন।
এদিকে মোবারক সরকারের কড়া সমালোচক জাতীয়তাবাদী প্রার্থী হামদিন সাব্বাহি তৃতীয় স্থানে রয়েছেন। ফেব্রুয়ারি বিপ্লবে অংশগ্রহণকারীদের মধ্যে হামদিনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
হোসনি মোবারকের পতনের পর মিশরের এই ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আগামী রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা থাকলেও ২৯ মে’র আগে প্রকাশ হচ্ছে না বলে জানা গেছে।
ইতোমধ্যে প্রথম দফা নির্বাচনের ১৩ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ১১ হাজারের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে কোনো প্রার্থীই ৫০ শতাংশের কাছাকাছি ভোট পাননি। সুতরাং নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে বাধ্য। আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর