ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পাহাড়ি এলাকায় ভূমিধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত আরো ৮ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বোগার দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা মাকমুর রোজাক জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ভূমি ধস হয়। শুক্রবার শেষরাতের দিকে মৃতদেহগুলো উদ্ধার করা গেছে।
তিনি আরো জানান, পশ্চিম জাভার বোগার জেলায় পাহাড়ে ১৬ ব্যক্তি অবৈধভাবে খনিজ স্বর্ণ আহরণ করছিল। এ সময় তারা ভূমিধসের কবলে পড়ে। বাকি আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ভূমি ধস ইন্দোনেশিয়ায় একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে পাহাড়ি বন এলাকায় এমন ঘটনা বেশি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর