ঢাকা : আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত নিরাপত্তা চুক্তিটি শনিবার আফগান পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল-ওয়াশিংটন সম্পর্ককে স্পষ্ট করে সংজ্ঞায়িত করা হয়েছে এ চুক্তির মধ্যে।
পার্লামেন্ট সদস্য দাউদ কালাকানি এ ব্যাপারে বলেছেন, ‘আফগানিস্তানের স্বার্থেই এ চুক্তি করা হয়েছে। ’ চুক্তিটি সংসদে ভোটের জন্য উত্থাপনের সময় ১৮০ জন সাংসদ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মাত্র চারজন এর বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে জানান দাউদ।
গত ২ মে রাজধানী কাবুলে এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানে বিভিন্ন সহায়তা, নিরাপত্তা ও অবকাঠামো উপদেষ্টাসহ বিভিন্ন বিষয়ে মার্কিনীদের ভূমিকা নির্ধারণ করে এ চুক্তিটি করা হয়েছে।
এ চুক্তির আওতায় এখন থেকে আফগান নিরাপত্তা বাহিনী বহু বিতর্কিত রাত্রিকালীন অভিযানের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে এবং কারাগারে জঙ্গিদের আটক রাখার বিষয়টিও আফগান কর্তৃপক্ষই দেখবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর