ঢাকা: দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের জুনের প্রথম সপ্তাহেই চীন ও জাপান সরাসরি মুদ্রা কেনা-বেচা শুরু করবে। এতে ডলারকে বাদ দিয়েই প্রত্যক্ষভাবে বিনিময় হার নির্ধারণ করবে দুই দেশ।
শনিবার জাপানের বার্তাসংস্থা কায়োদো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ইয়েন এবং ইউয়ানের বিনিময় হার নির্ধারণ করা হবে দুই দেশের প্রত্যক্ষ লেনদেনের ভিত্তিতে। অর্থাৎ বর্তমানে ডলারের ওপর ভিত্তি করে এই দুই মুদ্রার বিনিময় হার নির্ধারণ করার যে নিয়ম ছিল তা আর থাকছে না।
এদিকে উভয় দেশের সরকার টোকিও এবং সাংহাইতে তাদের নিজেদের বাজার তৈরির চিন্তা ভাবন করছে বলেও গণমাধ্যম সূত্রে জানা গেছে।
আশা করা হচ্ছে, ইয়েন-ইউয়ানের এই নতুন বিনিময় পদ্ধতি বিশ্বের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুই দেশের বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। স্বাধীন বিনিময় হার নির্ধারণের ফলে বিশ্ব মুদ্রা বাজারে ডলারের ওঠানামার সাথে এই দুই মুদ্রার উত্থান-পতন ঘটার কোনো ঝুঁকি থাকবে না। একই সঙ্গে লেনদেন খরচও কমবে।
কায়োদো সংবাদ সংস্থা আরো জানিয়েছে, এই প্রথম চীন ডলারকে বাদ দিয়েই ইউয়ানের সঙ্গে প্রত্যক্ষ বাণিজ্য করতে রাজি হলো।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর