ঢাকা : স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র ফিনল্যান্ডে এক টিনএজ বন্দুকধারীর গুলিতে অপর দুই টিনএজ তরুণ তরুণীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গুলিবর্ষণে এ সময় আহত হয়েছে অপর সাত জন।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হিভিনকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনের ছাদ থেকে শনিবার সকালে হঠাৎ গুলি চালানো শুরু করে ওই বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুই তরুণ তরুণী ঘটনাস্থলেই নিহত হন। নিহত দু’জনই ১৮ বছর বয়সী বলে জানা গেছে। গুলিবর্ষণে এ সময় আহত হয় আরো সাতজন। আহতদের মধ্যে একজন পুলিস অফিসারও আছেন। গুলিবর্ষণ শুরু হওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।
হত্যাকারী তরুণকে পরে আটক করা হয়। এ সময় সে বাধা দেওয়ার চেষ্টা করেনি বলে জানায় কর্তৃপক্ষ। পুলিসের মুখপাত্র মারকু তোমিনেন জানান, বন্দুকধারীর কাছ থেকে দু’টি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে একটি শিকারের জন্য ব্যবহৃত বন্দুক। গুলিবর্ষণের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ফিনল্যান্ডে জনপ্রতি আগ্নেয়াস্ত্রের মালিকানার হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কিন্তু তাসত্ত্বেও দেশটিতে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট সহিংসতার হার বিশ্বের মধ্যে ন্যুনতম। এই আগ্নেয়াস্ত্রগুলোর অধিকাংশই মূলত শিকারের জন্য ব্যবহৃত হয়। ফিনল্যান্ডে ১৫ বছর বয়সের বেশি যে কেউ খেলা অথবা শিকারের কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের মালিক হতে পারে।
বাংলাদেশ সময়:১৮০১ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর