ঢাকা: রাশিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে নির্বাচিত হলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মস্কোতে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে মেদভেদেভকে এই পদে নির্বাচিত করা হয়।
দলীয় প্রধান পদে তিনি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের স্থলাভিষিক্ত হলেন। এতদিন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান ছিলেন পুতিন।
দলীয় কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর দলের মধ্যে আরো অধিকহারে গণতন্ত্র চর্চার আহবান জানিয়েছেন মেদভেদেভ। এছাড়া দলের সব স্তরের নেতানির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে করা হবে বলেও এ সময় অঙ্গীকার করেন তিনি।
বিশ্লেষকদের ধারণা ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জর সম্মুখীন হবেন মেদভেদেভ। তিনি এমন এক সময়ে দলের শীর্ষপদে আসীন হলেন যখন ক্ষমতাসীন দল রাশিয়ায় ভেতর বাহিরে নানামুখী চাপের মুখোমুখি।
এদিকে দলের শীর্ষপদে আসীন হওয়ার পর মেদভেদেভ দলের ভেতরে সময়পযোগী পরিবর্তন ও সংস্কারে ওপর গুরুত্বারোপ করেছেন। তবে তিনি দলের মধ্যে সংস্কারের কথা বললেও বর্তমান পরিস্থিতিতে তার জন্য এই কাজ সহজসাধ্য হবে না। দলের ভেতর সংস্কার সাধন করতে চাইলেও তাকে নানামুখী বিপরীতমুখীতার সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে।
স্বাভাবিকভাবে দলের সুবিধাভোগীরা তার এই পদক্ষেপকে ভালোভাবে নেবে না। অনেক সাধারণ রাশিয়ানই ইউনাইটেড রাশিয়া পার্টিকে একটি সুযোগ সন্ধানী সুবিধাবাদীদের দল হিসেবে মনে করেন।
ইউনাইটেড রাশিয়া পার্টির সদ্যবিদায়ী প্রধান ৫৯ বছর বয়সী ভ্লাদিমির পুতিন চলতি মাসের প্রথম দিকে তৃতীয় বারের মতন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মেদভেদেভকে প্রধানমন্ত্রী করে চলতি সপ্তাহে সরকার চূড়ান্ত করেন তিনি।
বাংলাদেশ সময়:১৮৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর