ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে ২০ আল কায়েদা যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, মে ২৭, ২০১২
ইয়েমেনে ২০ আল কায়েদা যোদ্ধা নিহত

ঢাকা: ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানের কমপক্ষে ২০ আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আবায়ান প্রদেশে শনিবার এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সেনাবাহিনীর ২৫ তম মেকানাইজড ব্রিগেড আবায়ানের রাজধানী জিনজিবারের বাইরে আল কায়েদার শক্ত অবস্থানে হামলা চালিয়েছে। এ সময় ২০ যোদ্ধা নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। পাশাপাশি অভিযানে দুই সেনা নিহত ও অপর চারজন আহত হয়েছে।

একটি পিকআপ ট্রাকে করে ৩০ আল কায়েদা যোদ্ধা পালানোর সময় ইয়েমেনি যুদ্ধবিমান বোমা হামলা চালায় বলে বিবৃতিতে দাবি করা হয়।

ইয়েমেন ভিত্তিক আল কায়েদা, যাদেরকে স্থানীয়ভাবে আনসার আল শারিয়া নামে অভিহিত করা হয়, তারা বর্তমানে তাদের নিয়ন্ত্রিত এলাকার পরিধি বাড়িয়ে সমগ্র দক্ষিণ ইয়েমেন তাদের করলগত করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।