ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লেডি গাগার ইন্দোনেশিয়া কনসার্ট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, মে ২৭, ২০১২
লেডি গাগার ইন্দোনেশিয়া কনসার্ট বাতিল

ঢাকা : ধর্মীয় দলগুলোর চরম আপত্তির মুখে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নির্ধারিত কনসার্টটি বাতিল করতে বাধ্য হলেন তরুণ প্রজন্মের পপ তারকা লেডি গাগা। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।



অতিমাত্রায় শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ তুলে লেডি গাগার কনসার্ট অনুষ্ঠানের বিরোধিতা করে ইন্দোনেশিয়ার ধর্মীয় গ্রুপগুলো। ইন্দোনেশিয়ার কট্টরপন্থি ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট লেডি গাগাকে বিমান থেকে নামতেই দেবে না বলে হুমকি দিয়েছে।
আর এ প্রতিবাদের মুখে ইন্দোনেশিয়ার পুলিশও লেডি গাগার কনসার্টে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে আয়োজকরা জানিয়েছে, আগামী ৩ জুনের কনসার্ট উপলক্ষ্যে ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। তবে এখন কনসার্ট বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

অবশ্য ধর্মীয় গ্রুপের আপত্তির কারণে লেডি গাগার কনসার্ট বন্ধের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে এশীয় দেশগুলোতে এমন একাধিক সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। গত এপ্রিলেও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিরোধের কারণে দক্ষিণ কোরিয়ার কনসার্টটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

একই কারণে আসন্ন ফিলিপাইন কনসার্ট অনুষ্ঠানের বিষয়টিও হুমকির মুখে পড়েছে। সেখানকার খ্রিস্টান সম্প্রদায় লেডি গাগাকে ধর্মের অবমাননাকারী বলে অ্যাখ্যা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।