ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া নিয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মে ২৭, ২০১২
সিরিয়া নিয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : অস্থিতিশীল সিরিয়ার সার্বিক অবস্থা পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে রোববার রাশিয়া যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী  উইলিয়াম হেগ।

গত শনিবার সফরের ব্যাপারে হেগ তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের ওপর দ্রুত এবং দ্ব্যর্থহীনভাবে চাপ সৃষ্টি এবং এ যাবত সংঘটিত অপরাধের ব্যাপারে জবাবদিহিতার দাবিতে সমর্থন দেওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানাতেই এ সফর।



জাতিসংঘের দেওয়া তথ্যমতে, গত বছরের মার্চে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর থেকে এ পর্যন্ত সহিংসতায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে  একটি অসমর্থিত সূত্রের দাবি, এ সংখ্যা সাড়ে ১২ হাজারেরও বেশি।

জাতিসংঘ ও আরব লিগের উদ্যোগে নিয়োজিত বিশেষ দূত কফি আনানের প্রচেষ্টায় সিরিয়ায় এ মূহুর্তে যুদ্ধবিরতি চলছে। তবে দেশটিতে  যেকোন সময় লিবিয়া পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবরে বিদ্রোহীদের সহায়তায় ন্যাটো সেনাবাহিনী লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে।

সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি, আফগান পরিস্থিতি এবং ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে জানিয়েছে,  আলোচনার পূর্বে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এতে রাজনীতি, অর্থনীতি, ব্যবসায় ও বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য সবগুলো দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।