ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটো হামলায় একই পরিবারের ছয় শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, মে ২৭, ২০১২
আফগানিস্তানে ন্যাটো হামলায় একই পরিবারের ছয় শিশু নিহত

ঢাকা : আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু ও একজন নারী রয়েছে।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

পাকতাই প্রদেশের গভর্নরের মুখপাত্র রুহুল্লা সামোন জানিয়েছেন, প্রদেশের গারদা সেরাই জেলায় শনিবার সন্ধ্যার দিকে হামলাটি হয়। এ অঞ্চলে তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের ত‍ৎপরতা দমন করতে ন্যাটো ও আফগান নিরাপত্তা বাহিনী চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।

তবে শনিবারের হামলাটি ন্যাটো আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে করেনি বলে দাবি করেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সামোন।

আফগানিস্তান মিশনে নিয়োজিত ন্যাটোর আন্তর্জাতিক সহযোগিতা বাহিনী বা ইসাফের বিমান হামলায় শাফি নামে এক ব্যক্তির স্ত্রী এবং ছয় শিশু নিহত হয়েছে বলে জানান তিনি।

ইসাফ বলেছে, খবরটি তারা শুনেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার চষ্টা করছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে বর্তমানে প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দ্বন্দ্বের প্রধান কারণ বিদেশি বাহিনীর হামলায় অব্যাহতভাবে বেসামরিক মানুষ নিহতের ঘটনা।

এর আগে গত ফেব্রুয়ারিতে কাবুলের উত্তর-পূর্বে কাপিসা প্রদেশে ন্যাটোর বিমান হামলায় আট শিশু নিহত হয়। এ ঘটনায় আফগান-ন্যাটো সম্পর্কে তিক্ততা বেড়ে যায় এবং প্রেসিডেন্ট কারজাই এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন।

এদিকে শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দূরনিয়ন্ত্রিত বোমা হামলায় চার বিদেশি সেনা নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।