ঢাকা : সাড়ে তিনশ’ বছর আগে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রস্তাবিত একটি জটিল গাণিতিক ধাঁধার সমাধান দিল ১৬ বছর বয়সী এক কিশোর। ভারতীয় বংশোদ্ভূত সূর্য রায় নামের এই কিশোর বর্তমানে জার্মানির একটি স্কুলে পড়ালেখা করছে।
নিউটনের মৌলিক কণা গতিবিদ্যা বিষয়ক দু’টি তত্ত্বের প্রমাণ করেছে সূর্য। এর আগে বিজ্ঞানীরা উচ্চ ক্ষমতার কম্পিউটার ব্যবহার করে এ দু’টি তত্ত্বের সমাধান করতে পেরেছিলেন। কিন্তু সুর্য খাতা কলমে এর গাণিত্যিক ব্যাখ্যা দিয়েছে।
তার এ সমাধানের ফলে এখন বিজ্ঞানীরা নিক্ষিপ্ত বলের ভ্রমণপথ হিসাব করতে পারবেন। সেই বলটি কীভাবে নির্দিষ্ট স্থানে আঘাত করবে এবং দেয়ালের কতো উচ্চতা পর্যন্ত লাফিয়ে উঠবে তার আগাম হিসাবও করা সম্ভব হবে।
এমন একটি জটিল সমস্যা সমাধানের পেছনের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূর্য ব্রিটিশ দৈনিক মেইলকে জানিয়েছে, জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটিতে শিক্ষা সফরের সময় সেখানকার অধ্যাপকরা নিউটনের ওই তত্ত্ব দু’টির সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করেন।
কিন্তু ‘কোন সমাধান নেই’ এটা বিশ্বাস করে না সূর্য। মাত্র ছয় বছর বয়স থেকে নানা গাণিতিক সমস্যার সমাধান করাই যার নেশা তার এমন কথা বিশ্বাস করার কোনো কারণও নেই। আর শেষ পর্যন্ত তা প্রমাণ করে দেখিয়েছে সূর্য।
ডেইলি মেইল জানিয়েছে, মাত্র চার বছর আগে কলকাতা থেকে জার্মানি যায় সূর্য। জার্মানি যাওয়ার আগে পর্যন্ত জার্মান ভাষার কিছু বুঝত না সে। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই এখন জার্মান ভাষায় অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে পারে সূর্য।
সূর্যের অসাধারণ বুদ্ধিমত্তা খুব দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করে। মেধার কারণেই তাকে স্কুল পর্যায়ে দু’বছর এগিয়ে দেওয়া হয়। শিগগিরই সে তার অগ্রীম পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। তবে নিজেকে জিনিয়াস ভাবতে রাজি নয় এ বিস্ময়কর মেধাসম্পন্ন কিশোর।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর