ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন পরমাণু প্ল্যান্ট নির্মাণ করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মে ২৭, ২০১২
নতুন পরমাণু প্ল্যান্ট নির্মাণ করবে ইরান

ঢাকা: দ্বিতীয় পরমাণু প্ল্যান্ট নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। ২০১৪ সালের প্রথম দিকেই এ প্ল্যান্ট নির্মাণ করা হবে।

রোববার দেশটির অ্যাটোমিক এনার্জি অরগানাইজেশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

ইরানের একমাত্র পরমাণু বিদ্যু‍ৎ কেন্দ্রটি দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অবস্থিত।

রাষ্ট্রীয় টেলিভিশন অ্যাটোমিক এনার্জি অরগানাইজেশনের কর্মকর্তা ফেরেদুন আব্বাসি দাবানির উদ্ধৃতি দিয়ে বলেছে, আগামী বছরে বুশেহরে বিদ্যমান পরমাণু বিদ্যু‍ৎ কেন্দ্রের পাশেই এক হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যু‍ৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান। মার্চ ২০১৩ থেকে মার্চ ২০১৪ সালের মধ্যে পরমাণু প্ল্যান্টটির নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বুশেহরের বর্তমান বিদ্যু‍ৎ কেন্দ্রটির নির্মাণকাজ ১৯৭০ এর দশকে ইরানে ইসলামি বিপ্লবের আগে জার্মান প্রকৌশলীরা শুরু করে। পরে এর নির্মাণকাজ সমাপ্ত করে রাশিয়া। রাশিয়াই এখন এর তত্ত্বাবধান এবং জ্বালানি সরবরাহ করে।

প্রসঙ্গত, রাজধানী তেহরানে ইরানের একটি গবেষণা পরমাণু রিঅ্যাক্টর রয়েছে। এখানে ক্যান্সার এবং অন্যান্য রোগের চিকি‍ৎসার জন্য প্রয়োজনীয় আইসোটোপ তৈরি করা হয়।

বুশেহরে নতুন পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণ করলে ইরান যে পরিমাণ বিদুৎ উ‍ৎপন্ন করবে তা বিশ্বের অন্যতম বৃহৎ শক্তির মজুদ বলে বিবেচিত হবে।

আর ইরানের রাষ্ট্রীয় টিভি এমন সময় এমন এ খবর জানালো যখন পরমাণু ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাগদাদে অনুষ্ঠিত গত বুধবার ও বৃহস্পতিবারের আলোচনা আবারো ব্যর্থ হয়েছে।

বৈঠকে দুই পক্ষের ভিন্নমতের কারণে কোনো সমঝোতা না হলেও আগামী ১৮ ও ১৯ জুনে রাশিয়ার রাজধানী মস্কোকে পরবর্তী বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে উভয়পক্ষই রাজি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।