ঢাকা: ভারতের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে (দ্রুতগামী যান চলাচলের জন্য ব্যবহৃত সড়ক) রোববার দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন।
জানা গেছে, দুর্ঘটনার শিকার সবাই বিয়ের অনুষ্ঠান শেষে মুম্বাই থেকে পুনেতে ফিরছিল। ফেরার পথে খালাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওই স্থানে বরযাত্রীদের একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে যায় এবং তাদের দু’টি গাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় বসে থাকে। এ সময় দ্রুতগামী একটি টেম্পো বরযাত্রীদের একটি গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ টেম্পো চালককে গ্রেফতার করেছে। গাড়ি চালানোর সময় অবহেলা এবং হত্যাচেষ্টার অভিযোগে চালককে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। শিগগিরই তাকে স্থানীয় আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর