ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
রাশিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

রাশিয়ার সামারা অঞ্চলে বিস্ফোরক প্রস্তুতকারী একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবারের (৭ জুলাই) এ ঘটনা রাশিয়ার বিস্ফোরক কারখানায় সম্প্রতি সংঘটিত ঘটনার অন্যতম।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, সামারা অঞ্চলের চাপায়েভস্ক শহরের প্রমসিন্টেজ প্ল্যান্টে পাইপলাইন ভেঙে ফেলার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় ৬ জন নিহত ও ২ জন আহত হয়।

গত মাসে রাশিয়ার তাম্বভ অঞ্চলে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়। সে সময় তাম্বভের গভর্নর ম্যাক্সিম ইয়েগোরভ বলেন, বিস্ফোরণটি ‘মানবীয় ভুল’ সন্ত্রাসী হামলার কারণে হয়নি।

মে মাসে মস্কো থেকে ১০০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পার্ম অঞ্চলে একটি বিস্ফোরক কারখানায় দুই শ্রমিক নিহত হয়।

কাজানে একটি কারখানায় গত এপ্রিল মাসে ঘটে যাওয়া একই ধরনের ঘটনায় একজন শ্রমিক আহত হন।

প্রমসিন্টেজ রাশিয়া এবং স্বাধীন কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে রাসায়নিক ও বিস্ফোরক পণ্য প্রস্তুতকারী কারখানা হিসেবে পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।