ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার লাসায় গায়ে আগুন দিয়ে দুই তিব্বতির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, মে ২৮, ২০১২
এবার লাসায় গায়ে আগুন দিয়ে দুই তিব্বতির প্রতিবাদ

ঢাকা: চীনা শাসনের প্রতিবাদে এবার তিব্বতের লাসা শহরে জোখাং মন্দিরের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন দুই তরুণ। এদের একজন মারা গেছেন, অপরজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



চীনা বার্তাসংস্থা সিনহুয়া সোমবার এখবর নিশ্চিত করে জানিয়েছে, গত রোববার লাসা শহরের জোখাং মন্দিরের সামনের একটি ব্যস্ত সড়কে তারা নিজেরা গায়ে আগুন দেয়। বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে মন্দির ও আশপাশের এলাকা জনাকীর্ণ ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বৌদ্ধ সন্ন্যাসী। তারা চীনা নীতির বিরোধিতাকারী দলের সদস্য হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির রাজনীতি ও আইন বিষয়ক কমিশনের প্রধান হাও পেং বলেছেন, ‘চীনের কাছ থেকে স্বাধীনতার দাবিতে তিব্বতের সন্ন্যাসীরা এভাবে নিজেদের উৎসর্গ করে চলেছে। তার ধারাবাহিকতা বজায় রাখতেই এ দুই তরুণ এ ঘটনা ঘটিয়েছে। ’

প্রসঙ্গত, লাসা শহরে এ ধরনের ঘটনা এটাই প্রথম। আর তিব্বতের ভেতরে এটি দ্বিতীয় ঘটনা। বিগত বছরে তিব্বতের বাইরে এমন ঘটনা ঘটেছে ৩০টিরও বেশি যার বেশিরভাগই করেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা।

এসব ঘটনার জন্য তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাইলামাকে দোষারোপ করে চীন সরকার। তবে চীন সরকারের এ দাবি প্রত্যাখ্যান করেছেন দালাইলামা। এমন প্রতিবাদ অব্যাহতভাবে চলার কারণে একটা বিষয় অন্তত স্পষ্ট যে, তিব্বতিরা চীনা শাসনে সন্তুষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।