ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিদের ভিসামুক্ত প্রবেশের ঘোষণা বসনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
সৌদিদের ভিসামুক্ত প্রবেশের ঘোষণা বসনিয়ার

বসনিয়া ও হার্জেগোভিনা ২০২৩ সালের পর্যটন মৌসুমে সৌদি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দিয়েছে। যা স্থায়ী হবে তিন মাস।

সৌদি নাগরিকদের প্রবেশ ভিসার প্রয়োজন ছাড়াই বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণের অনুমতি দিয়েছে দেশটি।

বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক সহযোগিতার উন্নতি এবং পর্যটন খাতে সক্ষমতা বাড়ানোর জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করা দেশটির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এদিকে রিয়াদে বসনিয়া ও হার্জেগোভিনার দূতাবাস স্পষ্ট করেছে, এ ভিসা-মুক্ত সময়ের মধ্যে সৌদি পর্যটককে ৩০ দিন পর্যন্ত বসবাসের সময়সীমার অনুমতি দেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, সীমান্ত বন্দরের কাস্টমস এলাকায় আগমনের পর পর্যটকদের জন্য একটি অর্থপ্রদত্ত পর্যটন প্রোগ্রাম প্যাকেজের প্রমাণ উপস্থাপন করতে হবে। এছাড়াও সৌদি আরবে ফেরার জন্য ভ্রমণ স্বাস্থ্য বীমা এবং পরিবহন ব্যবস্থার প্রমাণ প্রয়োজন হবে।

আরও জানায়, যেসব সৌদিরা বাণিজ্যিক কারণে বসনিয়া ও হার্জেগোভিনা সফর করেন বা স্বল্প সময়ের ভ্রমণে আসেন তাদের বসনিয়া ও হার্জেগোভিনার ফরেনার্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অনুমোদিত একটি আমন্ত্রণপত্র সীমান্ত বন্দরের কাস্টমস এলাকায় উপস্থাপন করতে হবে।

সূত্র: ওয়ার্ল্ড গালফ

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।