লাগাতার ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ায় মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে এখন পর্যন্ত অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, শনিবার (১৯ জুলাই) সকাল থেকে এখন পর্যন্ত রাশিয়ার ওপর ২৩০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, এর মধ্যে ২৭টি মস্কো শহরের ওপর দিয়ে উড়ছিল।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানায়, রাজধানী মস্কোর চারটি প্রধান বিমানবন্দর আক্রমণের কারণে বাধাগ্রস্ত হয় এবং ১৩০টির বেশি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়। তবে পরে সব বিমানবন্দরেই স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো ১০ বার বন্ধ করতে হয়েছে ইউক্রেনের ড্রোন হামলার কারণে। একইসঙ্গে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৪৫টি ড্রোন প্রতিহত করেছে এবং ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল ও কৃষ্ণসাগরের ওপরে আরও ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে রাশিয়ার ভেতরে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
রাশিয়ার বিমান হামলায় দোনেৎস্কে দুইজন এবং সুমি অঞ্চলে এক ৭৮ বছর বয়সী নারী নিহত হন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৫৭টি ড্রোনের মধ্যে ১৮টি গুলি করে নামিয়েছে এবং আরও ৭টি ড্রোন রাডার জ্যামিংয়ের কারণে দিক হারায়। খারকিভ, দ্নিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলেও হামলা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় আগ্রহী, তবে রাশিয়ার লক্ষ্য অর্জন করাই মূল অগ্রাধিকার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন।
এমএম