পোল্যান্ড তাদের পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দেশটি এ পদক্ষেপ নিয়েছে।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজাক এক টুইটার পোস্টে লিখেছেন, ১২ ও ১৭ ম্যাকানাইজড ব্রিগেডের এক হাজার সেনা ও প্রায় ২০০ ইউনিট অস্ত্রসস্ত্র দেশের পূর্ব সীমান্তে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়াগনার যোদ্ধাদের নাম সরাসরি উল্লেখ না করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো বেলারুশে তাদের উপস্থিতিকে এই পদক্ষেপের কারণ হিসেবে বর্ণনা করেছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতেউজ মোরাউয়িকি গত সপ্তাহে বলেছিলেন, তার দেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবিলা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএইচএস