ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে বাড়ছে যমুনার পানি, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
দিল্লিতে বাড়ছে যমুনার পানি, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভারতের রাজধানী দিল্লিতে শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এটি ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে।

ইতোমধ্যে পানি ‘বিপৎসীমার’ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে দিল্লির আশপাশের কিছু এলাকার বাসিন্দারা।

পানির স্তর ক্রমাগত বাড়ছে জানিয়ে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, এটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যার মতো পরিস্থিতি রয়েছে।

বুধবার নদীর পাশে অস্থায়ীভাবে বসবাস করা অনেক মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে আড়াই হাজার ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত অনেকবার খারাপ আবহাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে। উত্তর ভারতের বেশিরভাগ অংশে একটি চরম তাপপ্রবাহ আঁকড়ে ধরার কয়েক সপ্তাহ পর অবিরাম বৃষ্টি শুরু হয়। এতে বন্যারও সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।