ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪, আহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪, আহত ১২ 

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের তামানরাসেট প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

খবর আল জাজিরা।  

সিভিল ডিফেন্স তাদের ফেসবুক পেজে জানায়, কর্তৃপক্ষ বুধবার স্থানীয় সময় ভোরে দুর্ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়, যেটি রাজধানী আলজেয়ার্স থেকে ১৯শ কিলোমিটার দক্ষিণে।

একটি ইউটিলিটি যান ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় নিউজ আউটলেটের প্রকাশ করা ভিডিওতে দুর্ঘটনার পরের পরিস্থিতি এবং যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়।

সিভিল ডিফেন্সের শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যায় দুর্ঘটনার শিকার দুটি যানবাহনই পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।