ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বললো নাইজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বললো নাইজার

নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে দেশটির সামরিক বাহিনী। নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিটিংয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায়  শুক্রবার (২৫ আগস্ট) এক চিঠিতে নাইজারে ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে বর্তমান জান্তা সরকার 

চিঠিতে ইত্তেকে বহিষ্কারের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ফরাসি সরকারের পদক্ষেপ নাইজারের স্বার্থের পরিপন্থী।

 

চিঠির প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থানরত ফরাসি রাষ্ট্রদূতকে চলে যেতে বলার কোনো অধিকার ক্ষমতা দখলদারদের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি কর্মকর্তার বলেন, রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ ভাবে নির্বাচিত নাইজার কর্তৃপক্ষের কাছ থেকে আসে। খবর আল জাজিরা, এএফপি।

এদিকে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সামরিক জোটের অভিজানের হুমকির মুখে দেশটির সামরিক সরকার শুক্রবার প্রতিবেশী মালি এবং বুর্কিনা ফাসোর সৈন্যদের নাইজারের প্রতিরক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) নিয়ামেতে দেশ দুটির প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর নাইজারের সামরিক কর্মকর্তা ওমারু ইব্রাহিম সিদি বলেছেন, অভ্যুত্থানের নেতা জেনারেল আবদরাহমানে তচিয়ানি, আগ্রাসন ঘটলে বুরকিনা ফাসো এবং মালির নিরাপত্তা বাহিনীকে নাইজারের ভূখণ্ডে হস্তক্ষেপ করার জন্য অনুমোদন দিয়ে দুটি নির্বাহী আদেশে সই করেছেন।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।