ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জুলাই ২৪, ২০২৫
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত ১২ থাই সেনাবাহিনী কাম্বোডিয়ার রকেট হামলার ছবি প্রকাশ করেছে

বিতর্কিত সীমান্ত এলাকায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের সংঘর্ষে অন্তত ১২ জন থাই নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ডের এক গ্রামে রকেট নিক্ষেপ ও একটি হাসপাতালের ওপর হামলার অভিযোগ উঠেছে।

জবাবে থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

ঘটনার জেরে থাইল্যান্ড পুরো সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ায় অবস্থানরত সব থাই নাগরিককে সেখান থেকে সরে আসতে বলেছে।  

অন্যদিকে কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছে এবং ব্যাংককের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এনেছে।

বৃহস্পতিবারের সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলা এই সীমান্ত বিরোধকে নতুন করে উত্তপ্ত করেছে।

বিবিসির প্রতিবেদক জোনাথন হেড জানান, কেউ মনে করছেন না এটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে, তবে বর্তমানে উভয় দেশের নেতৃত্বে যে দুর্বলতা দেখা যাচ্ছে, তা এই সংঘাত থেকে পিছিয়ে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।