ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসী শিক্ষার্থী-কর্মী গণনা পদ্ধতি পরিবর্তন করবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
অভিবাসী শিক্ষার্থী-কর্মী গণনা পদ্ধতি পরিবর্তন করবে কানাডা

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আসতে থাকা শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে কানাডায় দিন দিন আবাসন সংকট তীব্র হয়ে ওঠছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান গণনা পদ্ধতিতে দেশে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিকদের প্রকৃত সংখ্যায় ঘাটতি থেকে যাচ্ছে।

স্ট্যাটিকটিক্স কানাডাকে দেওয়া এক চিঠিতে কানাডার অর্থনীতি ও ব্যাংকিং খাত বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটের অর্থনীতিবিদ বেঞ্জামিন তাল বলেন, গণনা পদ্ধতির ত্রুটির কারণে ১০ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী-অভিবাসী গণনার বাইরে থেকে যাচ্ছে।

অর্থনীতিবিদ তালের এই দাবি করার ২৪ ঘণ্টার মধ্যে শুমারি পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে স্ট্যাটিকটিক্স কানাডা। তারা জানায় বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী কর্মী সমর্কিত নতুন এবং বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

স্ট্যাটিকটিক্স কানাডা বিবৃতিতে জানায়, আমরা নিয়মিত আমাদের গণনা পদ্ধতি এবং এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল মূল্যায়ন করি এবং আমরা মনে করছি, বিদেশি শ্রমিক ও অভিবাসী কর্মীদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদের জানা প্রয়োজন।

আগামী অক্টোবরে কানাডায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচন যত এগিয়ে আসছে, কানাডার সরকারি ও বিরোধী দলের মধ্যে অভিবাসী ইস্যুতে তর্ক-বিতর্ক তীব্র হয়ে ওঠছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টির অভিযোগ, অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে ট্রুডোর সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।