ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় অনাহারে নিহত বেড়ে ১১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জুলাই ২৫, ২০২৫
গাজায় অনাহারে নিহত বেড়ে ১১৫ গাজায় শরণার্থী স্কুলে মায়ের কুলে অপুষ্ট শিশু

ইসরায়েলের লাগাতার হামলার মধ্যেই গাজায় অনাহারে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত অনাহারে মারা গেছেন কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে বহু শিশু রয়েছে।

সম্প্রতি এসব মৃত্যুর হার আরও বেড়েছে।

বৃহস্পতিবার আল জাজিরাকে হাসপাতাল সূত্র জানায়, গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৯ জন সহায়তা চাইতে গিয়েছিলেন। এদিকে পুষ্টিহীনতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

গত মার্চে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ জারি করে এবং মে মাসের শেষদিক থেকে সামান্য কিছু সাহায্য প্রবেশ করতে দেয়। এতে করে সেখানকার মানবিক সংকট চরমে পৌঁছেছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল ক্ষুধার বিষয় সতর্কবার্তা দিচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) বৃহস্পতিবার জানায়, ক্ষুধার জেরে পরিবারগুলো ভেঙে পড়ছে। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, অভিভাবকরা এতটাই ক্ষুধার্ত যে তারা আর সন্তানদের যত্ন নিতে পারছেন না।  

গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, গাজাজুড়ে অনাহার, পানিশূন্যতা ও খাদ্যসংকট ছড়িয়ে পড়েছে। মানুষ সাহায্যের জন্য হাহাকার করছে। পুষ্টিহীনতার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।