ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নিহত-নিখোঁজ বিদেশির সংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ইসরায়েলে নিহত-নিখোঁজ বিদেশির সংখ্যা কত? জেরুজালেমে জনশূন্য পথঘাট

হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নয় শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরায়েলি মেডিকেল সার্ভিস এই তথ্য জানিয়েছে।

খবর আল জাজিরা। শনিবার এই হামলা শুরু করে হামাস।  

জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। সোমবার রাতেও গাজায় হামলা চলছিল। হামাসের হামলায় ইসরায়েলে বিভিন্ন দেশের নাগরিক নিহত হয়েছেন। অনেকে নিখোঁজও রয়েছেন। অনেকে আবার হামাসের কাছে জিম্মিও রয়েছেন।  
 
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে নিহতদের বেশিরভাগই দেশটির বাসিন্দা। তবে বিদেশিদের মধ্যে কয়েকজনের দ্বৈত ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে।

নিহত, নিখোঁজ ও জিম্মি বিদেশি নাগরিকদের সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে-

থাইল্যান্ড: নিহত ১২, জিম্মি ১১
যুক্তরাষ্ট্র: নিহত ১১, কয়েকজন নিখোঁজ
নেপাল: নিহত ১০ 
আর্জেন্টিনা: নিহত ৭, নিখোঁজ ১৫
ইউক্রেন: নিহত ২ 
ফ্রান্স: নিহত ২, নিখোঁজ ১৪
রাশিয়া: নিহত ১, নিখোঁজ ৪
যুক্তরাজ্য: নিহত ১, নিখোঁজ ১ 
কানাডা: নিহত ১, নিখোঁজ ৩ 
কম্বোডিয়া: নিহত ১ 
জার্মানি: বেশ কয়েকজন জিম্মি
ব্রাজিল: নিখোঁজ ৩
চিলি: নিখোঁজ ২
ইতালি: নিখোঁজ ২
প্যারাগুয়ে: নিখোঁজ ২
পেরু: নিখোঁজ ২ 
তানজানিয়া: নিখোঁজ ২ 
মেক্সিকো: জিম্মি ২
কলম্বিয়া: জিম্মি ২
ফিলিপাইন: জিম্মি ১, নিখোঁজ ৬ 
পানামা: নিখোঁজ ১ 
আয়ারল্যান্ড: নিখোঁজ ১

ইসরায়েলের হামলায় গাজায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  হামাসের সশস্ত্র গোষ্ঠী আল-কাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনো প্রাক-আভাস ছাড়াই জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলা হবে।  

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩

আরএইচ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।