ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদের ছবি দেখেননি বাইডেন: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
ইসরায়েলি শিশুদের  শিরশ্ছেদের ছবি দেখেননি বাইডেন: হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন: ফাইল ফটো

হামাস সদস্যরা ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদ করেছে এমন ছবি দেখেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু হোয়াইট হাউস বলছে অন্য কথা।

বাইডেনের ওই দাবির কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস জানায়, বাইডেন এমন কোনো ছবি দেখেননি।

গত বুধবার হোয়াইট হাউসে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন জো বাইডেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের বর্বর হামলায় তিনি হতবাক।

বাইডেন বলেন, এ হামলাটি ছিল ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা, শুধুমাত্র ঘৃণা নয়, প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা। তিনি দাবি করেন, সত্যিই কখনো ভাবিনি যে আমি হামাসের হাতে শিশুদের শিরশ্ছেদ করার ছবি দেখব এবং নিশ্চিত করব।

তবে তার এই দাবির আগে ইসরাইয়েলি সেনাবাহিনীর ইউনিট ৭১ এর ডেপুটি কমান্ডার ও আইডিএফ সেনা ডেভিড বেন জিয়ন এ কথা বলেছিলেন।

কিন্তু বাইডেনের দাবির কয়েক ঘণ্টা পরই হোয়াইট হাউস তা অস্বীকার করে জানায়,  তিনি এসব ছবি দেখেননি।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর মুখপাত্রের দাবি এবং ইসরায়েলের মিডিয়া রিপোর্টের ভিত্তিতে তার মন্তব্য করেছেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
জেএইচ
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।