ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ৩ হাজার ৪৭৮, আহত ১২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
গাজায় নিহত বেড়ে ৩ হাজার ৪৭৮, আহত ১২ হাজার গাজায় ইসরায়েলি হামলার পরের ছবি। এপি ফটো

ইসরায়েলের হামলায় গাজায় সোমবার পর্যন্ত ৩ হাজার ৪৭৮ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ১২ হাজার জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও হামলা চালানো শুরু করে। সেই থেকে হামলা চলছেই। ইসরায়েল-হামাস যুদ্ধে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০৩ জন। আর আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জন।  

আল জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক হাজার ২৫০ জন।  

মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলায় ৫০০ লোকের প্রাণ গেছে বলে জানিয়েছেন গাজার কর্মকর্তারা। গাজা থেকে সাংবাদিক হাসান আসলিহ জানান, হাসপাতালটিতে হতাহতদের বেশিরভাগই পুরুষ ও শিশু।

ইসরায়েল গাজা অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেন, গাজায় পানি সংকট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অবনতিতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে।

তিনি জানান, হাসপাতালগুলোতে ওষুধের অভাব প্রকট আকার ধারণ করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।