ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ফের বিরোধে জড়াল চীন-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৪৪ পিএম, অক্টোবর ২২, ২০২৩
সাগরে ফের বিরোধে জড়াল চীন-ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইন নিজেদের জাহাজে ধাক্কার দুটি ঘটনা নিয়ে পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে। বিতর্কিত এ জলসীমায় এটি দুই পক্ষের সবশেষ বিরোধ।

 

স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় থমাস শোলের কাছে এই ধাক্কার ঘটনা ঘটে। বেইজিং প্রায় পুরো সমুদ্রের ওপর তার দাবির জানান দেওয়ার জন্য ওই অঞ্চলে নিয়মিত জাহাজ মোতায়েন করে।

চীনা কোস্টগার্ড বলছে, তাদের একটি জাহাজ ও ফিলিপাইনের একটি জাহাজের মধ্যে কিঞ্চিৎ ধাক্কা লেগেছে। ফিলিপাইনের জাহাজটি ওই শোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিবহন জাহাজে রসদ সরবরাহ করছিল, যেটি সেখানকার একটি ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

কোস্টগার্ড বলছে, যুদ্ধজাহাজে অবৈধ নির্মাণসামগ্রী পরিবহনে নৌকাটিকে আইনিভাবে বাধা দেওয়ার সময় ধাক্কা লেগেছিল।

অন্যদিকে ম্যানিলা বলছে, চীনের জাহাজ বিপজ্জনকভাবে বাধা দেওয়ার কৌশল অবলম্বন করায় তারা তীব্র নিন্দা জানাচ্ছে।

পশ্চিম ফিলিপাইন সাগরের জন্য নিয়োজিত টাস্ক ফোর্স বলছে, ফিলিপাইন কোস্টগার্ডের প্রহরী জাহাজকে ধাক্কা দিয়েছে চীনা সামুদ্রিক মিলিশিয়া জাহাজ।

চীন বলছে, ফিলিপাইনের জাহাজটি ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করেছিল।

গত কয়েক মাসে দক্ষিণ চীন সাগর, বিশেষ করে বিতর্কিত দ্বিতীয় থমাস শোল অঞ্চলে দেশ দুটি বেশ কয়েকবার বিরোধে জড়িয়েছে।  

গেল আগস্টে চীনা কোস্টগার্ডের একটি জাহাজের বিরুদ্ধে ফিলিপাইনের একটি জাহাজে জলকামান ব্যবহার করার অভিযোগ উঠেছিল।

বেইজিং প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপরই নিজের সার্বভৌমত্ব দাবি করে। এমনকি ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অংশও নিজের বলে দাবি করে চীন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরএইচ

বাংলাদেশ সময়: ৮:৪৪ পিএম, অক্টোবর ২২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।