ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাফাহ শহরে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
রাফাহ শহরে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আবাসিক ভবনগুলোতে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এর আগে ২০ জনের খবর জানিয়েছিল আল জাজিরা।

 

মঙ্গলবার আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, নিহতের সংখ্যা এখন ২৯। এর মধ্যে এক শিশুও রয়েছে।  

আল জাজিরা জানিয়েছে, একটি অঞ্চলের তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে নয়জনের নিহত হওয়ার খবর জানা যায়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ বের করে আনা হয়।  

গাজার মধ্যবর্তী অংশে দেইর এল-বালাহ, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানেও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।  
 
এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, তাদের দুই সেনা গাজায় নিহত হয়েছেন।  

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তৎ ১৯ হাজার ৪৫৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১০৪ জনের প্রাণ গেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।