ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মদ খেয়ে এসে স্কুলে ঝিমান শিক্ষক, ভিডিও ভাইরাল করলো শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মদ খেয়ে এসে স্কুলে ঝিমান শিক্ষক, ভিডিও ভাইরাল করলো শিক্ষার্থীরা

প্রতিদিনই মদ খেয়ে স্কুলে আসেন শিক্ষক। এরপর ক্লাসে এসে চেয়ারে বসে ঝিমাতে থাকেন।

এক পর্যায়ে বিরক্ত হয়ে শিক্ষকের এই ঝিমানো অবস্থার ভিডিও করে সামাজিকমাধ্যমে আপলোড করে দেয় শিক্ষার্থীরা।

আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল সেই ভিডিওটি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের জামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোস্ট করা বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মদ খেয়ে এসে স্কুলে ঝিমানো ওই শিক্ষকের নাম রাজেন্দ্র নেতাম।  

শিক্ষার্থীসহ অভিভাবকদের অভিযোগে, যোগদানের পর থেকে এমন কোনো দিন নেই যে, শিক্ষক রাজেন্দ্র মদ্যপান করে স্কুলে যাননি।  

এ বিষয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাকে মদ্যপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।  

পরে তার বদলির দাবি জানিয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে। কিন্তু অদৃশ্য কারণে শিক্ষা দপ্তরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বহাল তবিয়তেই জামুনিয়া বিদ্যালয়ে আছেন তিনি। আর প্রতিদিনই মদ্যপান করে আসছেন কর্মক্ষেত্রে।

এরপরই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আর কোনো উপায় না পেয়ে শিক্ষার্থীরা পরিকল্পনা নেয়, তারা সেই শিক্ষকের ভিডিও করে নেটমাধ্যমে ছেড়ে দেবে।

একদিন রাজেন্দ্র মদ খেয়ে টলতে টলতে এসে স্কুলের সিঁড়িতে বসে পড়েছিলেন। আর সেই সুযোগে শিক্ষার্থীরা মোবাইলে সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করে দেয়।

এদিকে ভিডিও ভাইরালের পর এবার নড়েচড়ে বসেছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।  

দপ্তরের উপ-পরিচালক ধর্মেন্দ্র খারে জানিয়েছেন, ভিডিওটির সত্যতা যাচাই করার পর ডিপিসিকে রাজেন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে কড়া শাস্তির মুখে পড়তে হবে।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।