ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মণিপুরে বাড়ি থেকে সেনা কর্মকর্তাকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
মণিপুরে বাড়ি থেকে সেনা কর্মকর্তাকে অপহরণ

ভারতের মণিপুরের থাউবাল জেলায় নিজ বাড়ি থেকে দেশটির এক সেনা কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গেছেন অজ্ঞাত ব্যক্তিরা।

শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টায় একটি গাড়িতে করে ওই সেনা কর্মকর্তাকে নিয়ে যাওয়া হয়।

 

অপহৃত সেনা কর্মকর্তার নাম কনসাম খেদা সিং। জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) তিনি।

নিরাপত্তা সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

তবে ওই সেনা কর্মকর্তাকে কারা আর কেন অপহরণ করেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নিরাপত্তা সংস্থা।

অপহৃত কর্মকর্তাকে খুঁজতে নিরাপত্তা বাহিনীর দলগুলো এলাকায় ছড়িয়ে পড়েছে।  

নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ‘ওই জেসিওকে উদ্ধার করতে নিরাপত্তা সংস্থার সমন্বিত অনুসন্ধান অভিযান শুরু করেছি। আমরা জাতীয় সড়ক ১০২-এ সব যানবাহন তল্লাশি করছি। কেন তাকে অপহরণ করা হয়েছে তা আমরা জানি না। আমরা তা খতিয়ে দেখছি। ’

গত এক বছরের মে মাসের পর থেকে সেনা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ৪র্থ ঘটনা এটি।  

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে সার্তো থাংথাং কম নামের আসাম রেজিমেন্টের এক সাবেক সেনা সদস্যকে অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠী অপহরণ করে হত্যা করে।  

দুই মাস পর পার্বত্য জেলা চুরাচাঁদপুর থেকে লেইমাখং যাওয়ার সময় চারজনকে অপহরণের পর হত্যা করে একটি অজ্ঞাত সশস্ত্র দল। নিহতরা জম্মু ও কাশ্মীরে কর্মরত একজন ভারতীয় সেনার পরিবারের সদস্য।

গত ২৭ ফেব্রুয়ারি ইম্ফল শহরে নিজ বাড়িতে হামলার শিকার হন মণিপুর পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।